কিভাবে cgpa বের করবেন
cgpa এর পূর্ণরুপ হচ্ছে (Cumulative Grade Point Average/কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ)। মূলত প্রত্যেকটি সেমিষ্টারে প্রাপ্ত জিপিএ এর এভারেজই হল cgpa। আপনি যে প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন সেখানেই cgpa এর হিসাব করে রেজাল্ট প্রকাশ করবে। তবে বিভিন্ন প্রয়োজনে cgpa কিভাবে নির্নয় করে এবং সিজিপিএ হিসাব করার ফর্মুলা আপনার প্রয়োজন হতে পারে। তাই নিচে কিভাবে সিজিপিএ হিসাব করার হয় সে প্রক্রিয়াটি বিস্তারিত ভাবে আপনাদের প্রয়োজনে তুলে ধরা হয়েছে।
তবে মনে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানভেদে সিজিপিএ এর কোর্স, ক্রেডিট মান এবং লেটার গ্রেড ভিন্ন হতে পারে। যে প্রতিষ্ঠানে যেমন ফিগারে হিসাব রাখা হয় তেমন ফিগারে আপনাকে cgpa এর নিয়ম বের করার জন্য ব্যবহার করতে হবে।
Releted Post: কিভাবে পড়া মনে রাখা যায়
সিজিপিএ বের করার পদ্ধতি জানার আগে আপনি যদি কিছু টার্মস জেনে নেন তাহলে বিষয়টি বুঝা আপনার জন্য অনেক সহজ হবে।
- প্রত্যেকটা বিষয়ের (Course) একটা মান বা Value নির্ধারিত থাকে যাকে বলে ক্রেডিট (Credit)।
- Gp (Grade Point/গ্রেড পয়েন্ট)
- LG (Letter Grade/লেটার গ্রেড)
- CGPA (Cumulative Grade Point Average/কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ)
- CPA (Credit Point Attempt/যত ক্রেডিট নিয়েছেন)
- Ecp (Earned Credit Point/ যত ক্রেডিট পাস করতে পেরেছেন)
- Gpa (Grade point Average/গ্রেড পয়েন্ট এভারেজ)
সিজিপিএ হিসাব করার জন্য সেমিষ্টারে মোট কত ক্রেডিট নিয়েছেন সেটি বের করুন। যদি একটি কোর্সে ৩ ক্রেডিট করে হয় আর আপনি যদি ৪টা কোর্স নিয়ে থাকেন তাহলে আপনার CPA (Credit Point Attempt) হবে ৩+৩+৩+৩=১২।এরপরে যদি আপনার কাছে LG (Letter Grade) থাকে মানে A+, B-, D ইত্যাদি থাকে তাহলে এই LG (Letter Grede) থেকে Gp(Grade Point/গ্রেড পয়েন্ট) তে কনভার্ট করুন, এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যে ইন্সটিটিউটের সিজিপিএ বের করবেন তাদের লেটার গ্রেড কি এবং ঐ প্রতিষ্ঠানের রুলসেই লেটার গ্রেড কত কত হবে cgpa এর হিসাব করার জন্য তা বলা আছে। অথবা যদি Gp(Grade Point/গ্রেড পয়েন্ট) এ দেয়া থাকে যেমন ৩.০০, ২.৭৫, ৩.২৫ ইত্যাদি তাহলে চারটি কোর্সের প্রতিটিকে CPA(Credit Point Attempt) দিয়ে গুন করুন। তাহলে বিষয়টা দেখতে এমন হবেঃ-
সিজিপিএ বের করার পদ্ধতি
1st Year 1st Semester
Course NO | No Of Credit | Letter Grade Awarded | Corresponding Grade Point | Points secured |
Bub1001 | 3 | A | 3.75 | 11.25 |
Bub1002 | 3 | B+ | 3.25 | 9.75 |
Bub1003 | 3 | C+ | 2.50 | 7.5 |
Bub1004 | 3 | A- | 3.50 | 10.5 |
12 | 39 |
*মোবাইলে টেবিলটি পুরো দেখানা গেলে টেবিলটি ডান দিকে বাম দিকে আনা নেয়া করান।
এবার প্রাপ্ত মোট Points Secured কে মোট ক্রেডিট পয়েন্ট ( Credit Points) দিয়ে ভাগ করুন। তাহলে আপনি Gpa(Grade point Average/গ্রেড পয়েন্ট এভারেজ) বের করতে পারেবন। নিচে সিজিপিএ হিসাব করে দেখানো হল।
GPA calculation of this Semester Credit Points attempted = 3+ 3 + 3 + 3 = 12.0
Earned Credit Point (ECP) = 3+ 3 + 3 +3 = 12.0
Gpa(Grade point Average/গ্রেড পয়েন্ট এভারেজ) in 1st Year 1st Semester) = 39.0 ÷ 12 = 3.25
1st Year 2nd Semester
Course NO | No Of Credit | Letter Grade Awarded | Corresponding Grade Point | Points secured |
Bub1005 | 3 | A+ | 4.00 | 12.00 |
Bub1006 | 3 | B | 3.00 | 9.00 |
Bub1007 | 3 | C+ | 2.50 | 7.5 |
Bub1008 | 3 | F | 0 | 0 |
Viva-Voc | 1.5 | A- | 3.50 | 5.25 |
13.5 | 33.75 |
*মোবাইলে টেবিলটি পুরো দেখানা গেলে টেবিলটি ডান দিকে বাম দিকে আনা নেয়া করান।
Credit Points Attempted= 3+3+3+3+1.5=13.5
Earned Credit Point in this semester=3+3+3+0+1.5=10.5
Gpa(Grade point Average/গ্রেড পয়েন্ট এভারেজ) in 1st Year 1st Semester)= 33.75/13.5= 2.50
আপনি দুটি সেমিষ্টারের জিপিএ বের করেছেন। এবার আপনার কাজ হচ্ছে এই দুই/ তিন/ চার ( যত সেমিস্টারের বের করতে চান) তত সেমিস্টারের সিজিপিএ বের করা।
প্রথম এবং দ্বিতীয় সেমিষ্টারের সিজিপিএ বের করার পদ্ধতিঃ-
Credit Points Attempts Up To This Semester= 12.00+ 13.5=25.5
Total Point Secured Up To This Semester= 39+33.75=72.75
সিজিপিএ Up To 1sT year 2nd semester= 72.75/25.5= 2.85
এভাবে বুঝে বুঝে সিজিপিএ বের করার পদ্ধতি প্রয়োগ করলে আপনি অনায়াসে সিজিপিএ হিসাব করে বের করতে পারবেন, যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।
Releted Post: MBA, BBA, IBA, LLB এর Full Form